জার্মানিতে ছয় মাসে ৮০ হাজার ওয়ার্ক ভিসা

 

জার্মানির শ্রমবাজারে কাজ করছেন হাজার হাজার দক্ষ ফিলিপোনো৷ ফাইল ফটো৷ মার্সেল ফন হোর্ন৷ এএনপি/ইমাগো ইমাজেস

চলতি বছরের প্রথম ছয় মাসে ৮০ হাজারেরও বেশি ওয়ার্ক ভিসা প্রদান করেছে জার্মান সরকার৷ দেশটির স্কিল্ড ইমিগ্রেশন অ্যাক্টের আওতায় এই সকল ভিসা প্রদান করা হয়৷ 

দেশের শ্রমখাতে চলমান কর্মী সংকট কাটানোর লক্ষ্যে বিদেশি দক্ষ শ্রমিকদের দেশটিতে প্রবেশের সুযোগ প্রদানের অংশ হিসেবেই এই আইনটি প্রণয়ন করা হয়৷  

পরিসংখ্যান বলছে, এই ৮০ হাজার ভিসার অর্ধেক, অর্থাৎ, ৪০ হাজার দক্ষ শ্রমিকদেরকে প্রদান করা হয়েছে৷  

এই সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় তিন হাজার বেশি৷ মন্ত্রণালয়ের তথ্য বলছে, গত বছরের প্রথম ছয় মাসে মোট ৩৭ হাজার দক্ষ শ্রমিককে ভিসা প্রদান করেছিল জার্মান সরকার৷ 

সেই বছর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শ্রমখাতের জন্য মোট এক লাখ ৫৭ হাজার ভিসা প্রদান করেছিল এর মধ্যে দক্ষ শ্রমিকদের জন্য মোট ৭৯ হাজার ভিসা প্রদান করা হয়৷ 

উল্লেখ্য, দেশের শ্রমিক সংকট কাটাতে নানা পদক্ষেপ নিচ্ছে জার্মান সরকার৷ এর মধ্যে রয়েছে দেশের নাগরিকত্ব আইন সংশোধন এবং শ্রমবাজারে প্রবেশ সহজকরণ৷ তাছাড়া দক্ষ কর্মীদের আরো আকৃষ্ট করতে অপুর্চুনিটি কার্ড বা জার্মান ভাষায় চান্সেনকার্টে নামে একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার৷ 

মূলত ইইউর বাইরের দক্ষ জনশক্তিকে আকৃষ্ট করতে ১ জুন ২০২৪ থেকে অপরচুনিটি কার্ড চালু করা হয়েছে৷ যোগ্য ব্যক্তিরা কোনো চাকরির চুক্তি ছাড়াই জার্মানিতে আসতে পারবেন৷ তাদের হাতে চাকরি খুঁজে নিতে এক বছর সময় থাকবে৷

অপরচুনিটি কার্ডের বিষয়ে বিস্তারিত জানতে পড়ুন এই প্রতিবেদনটি: যেভাবে মিলবে জার্মানির অপরচুনিটি কার্ড  

কেউ অপরচুনিটি কার্ড পেতে চাইলে অন্যান্য যোগ্যতার পাশাপাশি অন্তত দুই বছরের কারিগরি শিক্ষা, অথবা একটি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকতে হবে৷ এর সঙ্গে ন্যূনতম (এ১ লেভেল) জার্মান ভাষা জানতে হবে, অথবা ইংরেজি ভাষায় ভালো দক্ষতা (বি২ লেভেল) থাকতে হবে৷  

 

Post a Comment

0 Comments